পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার পরিবারের সদস্যরা অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। খবর ডন নিউজের।
খবরে বলা হয়, রবিবার রাতে ১টি অনুষ্ঠান শেষে ফেডারেল শহর মারি থেকে ইসলামাবাদে ফেরার পথে শরীফের কনভয়ের খুব কাছে চলে আসে ১টি গাড়ি। কিন্তু নিরাপত্তা বাহিনীর তত্পরতায় অল্পের জন্য বড় ধরেণের দুর্ঘটনা থেকে রক্ষা পান শরীফসহ তার পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর গাড়িতে তার স্ত্রী কুলসুম ও মেয়ে মরিয়ামও ছিলেন। সন্দেহভাজন গাড়িটির চালককে আটক করে নিরাপত্তাবাহিনী।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র মোহাম্মদ নাঈম জানান, গাড়িটির চালক হাফিজ-উর-রহমান পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর। বর্তমানে তিনি আরিড কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
ওভারটেক করে কনভয়ে প্রবেশ করার পর তা প্রধানমন্ত্রীর সাদা ল্যান্ড ক্রুজার গাড়িকে ধাক্কা মারার উপক্রম করে। গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ছিল বলেও জানা গেছে। গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
– রেকিংনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.