Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিনোদন ও সাংস্কৃতিক / আইনি জটিলতায় অজয়ের ‘শিভে’

আইনি জটিলতায় অজয়ের ‘শিভে’

shivaay-poster

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের পরবর্তী সিনেমা শিভে। সম্প্রতি প্রকাশিত হয় সিনেমাটির নতুন একটি পোস্টার। আর এ পোস্টারের জন্যই আইনি জটিলতায় সিনেমাটি।

পোস্টারটির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ভারতের দিল্লির তিলক নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী জানিয়েছেন, পোস্টারটিতে দেখানো হয়েছে অজয় দেবগন হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের অবয়বের ওপর উঠছেন। কিন্তু তার পায়ে জুতা পরা রয়েছে। যা শিব ভক্ত এবং হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্টারটি প্রকাশ করেন অজয়। কোনো জটিলতায় না পড়লে চলতি বছরের ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শিভে।

সূত্র:risingbd.com

%d bloggers like this: