Home / প্রচ্ছদ / আওয়ামী বাস্তুহারালীগ জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত

আওয়ামী বাস্তুহারালীগ জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত

A-Leegবাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ, কক্সবাজার জেলা শাখার এক জরুরী সভা ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শহরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি হারুনর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমিশনার মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বাস্তুহারালীগ নেতা হাজী ফোরকান আহমদ, আবদুল খালেক, মনিরুল ইসলাম চৌধুরী, আলমগীর, মহি উদ্দীন, সেলিম, বাবর, আবদুল কাদের, নুরুল হক, শাহনেওয়াজ ও শংকরসহ আরো অনেকে। উক্ত জরুরী সভায়- কথিত চিকিৎসক হাফিজুর রহমান বাস্তুহারালীগের নাম ভাঙ্গিয়ে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করে যাচ্ছে। তার বিষয়ে প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।

অপরদিকে মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলায় বাস্তুহারালীগের পক্ষ থেকে জেলাবাসীকে অংশগ্রহণের আহবান জানানো হয়। উক্ত জরুরী সভা শেষে কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি রাজপথের সাহসী সৈনিক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয় বাস্তুহারালীগের নেতাকর্মীরা।

-প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply