কক্সবাজারের রামু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার না হলেও একই রকম একটি গাড়ি অফিসের জন্য কিনে দিয়েছে উক্ত কর্মচারি। ২৩ ফেব্রুয়ারি এমন একটি ২ মোটর সাইকেল পিআইও অফিসে নিয়ে আসে উক্ত কর্মচারি।
রামু পিআইও অফিস সূত্রে জানা যায়, পিআইও অফিসের মাষ্টার রুলের কর্মচারি পশ্চিম মেরুংলোয়ার নুমান এরশাদ ১৭ ফেব্রুয়ারি অফিসের ব্যবহৃত মোটর সাইকেলটি নিজ বাড়িতে নিয়ে যায় এবং রাতে রহস্যজনকভাবে গাড়িটি চুরি হয়ে যায়। বিষয়টি মিডিয়ার অজান্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় উক্ত কর্মচারি। কিন্তু এ ঘটনাটি স্থানীয় পত্রিকায় প্রকাশ হওয়ার পর উক্ত কর্মচারি নুমান এরশাদ গোপনে গতকাল একই ধরণের মোট সাইকেল পিআইও অফিসে কিনে দেয়। অনেকে এটি উক্ত কর্মচারির “আক্কেল সেলামী” বলেও আখ্যা দিয়েছেন।
You must log in to post a comment.