Home / প্রচ্ছদ / আগামীকাল লামা পৌর নির্বাচনের প্রচারণায় যোগ দেবে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম

আগামীকাল লামা পৌর নির্বাচনের প্রচারণায় যোগ দেবে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম

BNP - 1মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনের বিএনপি প্রার্থী আমির হোসেনের সমর্থনে আগামীকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার গণসংযোগ করবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী। লামা উপজেলা বিএনপি’র দেয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি’র লামা পৌরসভা নির্বাচন ২০১৫ এর সদস্য সচিব মোঃ রুহুল আমিন।

বিএনপি’র সূত্রে জানা যায়, লামা পৌরসভা নির্বাচনে/২০১৫ এ মঙ্গলবার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোনীত প্রার্থী আমির হোসেনের গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী উপস্থিত থাকবেন।

দুপুর ২টায় লামা বাজার জনসংযোগ শেষে মীম ফিলিং ষ্টেশনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়, বিকাল ৩টায় লামামুখ বাজার এলাকা ও ৪টায় লাইনঝিরি সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করবেন দলের এই শীর্ষ নেতা।

Leave a Reply