২৭ আগস্ট আজ বৃহস্পতিবার মুসলিম জাগরণের কবি, সাম্য-মানবতা ও প্রেমের কবি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী। কবির চিরপ্রস্থানের এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে জাতি।
এই দিনে ভোরের সূর্য উঠার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নজরুলের মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রথমে পরিবারের সদস্যদের পক্ষ থেকে কবির নাতনি মিষ্টি কাজী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষে ড. আবদুস সোবাহান গোলাপ, বিএনপির পক্ষে ড. আসাদুজ্জামান রিপন সমাধিতে শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৯৭৬ সালে চিকিত্সাধীন অবস্থায় তত্কালীন পিজি হাসপাতালের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ১১৭ নম্বর কেবিনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশেই তাকে দাফন করা হয়।
– শীর্ষ নিউজ,ডেস্ক।