Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় / আনসার আল ইসলামের জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার

আনসার আল ইসলামের জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার

Bangla ansar al islam

বাংলাদেশে প্রকাশিত প্রথম সমকামীদের পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।

টুইটারের এক বার্তায় তারা এই হত্যাকান্ডের দায় স্বীকার করে।

টুইটারের বার্তায় তারা বলেছে, আনসার আল ইসলামের মুজাহেদিনরা জুলহাজ মান্নান এবং তার সহযোগী তনয়কে হত্যা করতে সক্ষম হয়েছে। বার্তাটিতে মাহবুব রাব্বি তনয়কে সামির মাহবুব তনয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, আনসার আল ইসলাম নিজেদের আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা বলে দাবি করে থাকে।

আনসার আল ইসলাম তাদের টুইটার বার্তায় আরও বলেছে, মার্কিন ‘ক্রুসেডার’ এবং তাদের ভারতীয় মিত্রদের সাহায্যে এরা বাংলাদেশে সমকামীতার প্রসার ঘটানোর চেষ্টা করছিল।

উল্লেখ্য, জুলহাজ মান্নান এবং মাহবুব তনয়কে সোমবার ঢাকায় কলাবাগানের বাসায় কুপিয়ে হত্যা করা হয়।

সূত্র:প্রতিক্ষণডটকম,ডেস্ক।

%d bloggers like this: