আফগানিস্তানে পৃথক দুটি বোমা হামলায় নিরাপত্তাবাহিনীর প্রায় ১৪ সদস্য নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির বালখ ও জাওজান প্রদেশে এসব ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, দৌলাতাবাদ জেলায় একটি পুলিশ ভ্যান রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণের শিকার হয়। এতে জেলার পুলিশ প্রধানসহ চারজন নিহত হন। জেলার উপপুলিশ প্রধান আব্দুল রাজ্জাক কাদেরি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তারা এ হামলার জন্য তালেবান বিদ্রোহীদের দায়ী করলেও তালেবানরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
অপরদিকে মঙ্গলবার সকালে বালখ প্রদেশের পার্শ্ববর্তী জাওজান প্রদেশে নিরাপত্তাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে বোমা গ্রেনেড ছুঁড়ে মারলে ১০পুলিশ সদস্য নিহত হন।
– শীর্ষনিউজডটকমডেস্ক।
You must log in to post a comment.