সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৬তম (অধিবর্ষে ২৪৭তম) দিন। বছর শেষ হতে আরো ১১৯ দিন বাকি রয়েছে।

বঙ্গাব্দ, বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি অনুসারে ১৯ ভাদ্র, সাল ১৪২৭। ইসলামি বর্ষপঞ্জি বা হিজরী বর্ষপঞ্জি অনুসারে ১৪ মুহররম, সাল ১৪৪২।

এক নজরে দেখে নিন, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য।

ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর;

ঘটনাবলী:

১৭৮৩ সালের এই দিনে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ সালের এই দিনে পোল্যান্ড আক্রমণ করার পরে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। ৬ ঘণ্টা পর ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কানাডায় যুদ্ধে অংশগ্রহণ করে

জন্ম:

১৮৬৪ – ব্রজেন্দ্রনাথ শীল,ভারতীয় বাঙালি দার্শনিক, শিক্ষাবিদ ও আচার্য।

১৮৯৯ – ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, অস্ট্রেলীয় জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০৫ – কার্ল ডেভিড অ্যান্ডারসন, মার্কিন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০৫ – জন মিলস, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯২৬ – মহানায়ক উত্তম কুমার, ভারতীয় সংস্কৃতির সর্বকালের অন্যতম জনপ্রিয় বাঙালি অভিনেতা।

১৯৩৭ – তপেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।

১৯৪০ – পলিন কলিন্স, ইংরেজ অভিনেত্রী, নাইটহুড প্রাপক।

১৯৪৩ – ভ্যালেরি পেরিন, মার্কিন অভিনেত্রী ও মডেল।

১৯৪৪ – জিওফ আর্নল্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৭১ – কিরণ দেশাই, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক, ম্যান বুকার পুরস্কার বিজয়ী।

১৯৭৯ – হুলিও সিজার, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৯০ – পল স্টার্লিং, আয়ারল্যান্ডীয় ক্রিকেটার।

মৃত্যু:

২০০৭ – অশেষ প্রসাদ মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

আরো পড়ুন- শর্তসাপেক্ষে সৌদিতে প্রবেশের অনুমতি পেল ২৫ দেশ

২০০৮ – মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী।

২০১৮ – রমা চৌধুরী, বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/04/day-1.jpg

৮ ডিসেম্বর; ইতিহাসের এইদিনে

  অনলাইন ডেস্ক :আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/