কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক সদর উপজেলার ইসলামাবাদে আগমনে জাতীয় শ্রমিকলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও ইসলামাবাদ ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে জননেতা মুজিবুর রহমানকে ১ অক্টোবর সন্ধ্যা সাতটায় ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডির সভাপতিত্বে এক সংবর্ধনা প্রদান করা হয়। পরে এ সংবর্ধনা উত্তর এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগ সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক মুজিবুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু। উপস্থিত ছিলেন দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, পৌর আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দিক খোকন, শ্রমিকলীগ নেতা মনির আহমদ লেদু, জুনাইদ কবির, মিজানুর রহমান, নজরুল ইসলাম, সাহাব উদ্দীন, মাষ্টার আব্বাছ, নুরু কোম্পানীসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় লোকজন। এ সংক্ষিপ্ত পথসভায় মুজিবুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফলতার সাথে দেশ এগিয়ে যাচ্ছে।
পরে তিনি বন্যা পরবর্তী বিধবস্ত হওয়া বাঁশঘাটা সংযোগ সেতু পরিদর্শন করেন। তিনি অতিসত্বর এ সেতুটি সংস্কারের আশ্বাস প্রদান করেন।
You must log in to post a comment.