Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওতে ইলেক্টনিশান শ্রমজীবি সমিতির নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

ঈদগাঁওতে ইলেক্টনিশান শ্রমজীবি সমিতির নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Election-Sagar-7-1-21.jpg?resize=540%2C336&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ইলেক্টনিশান শ্রমজীবি সমবায় সমিতির বহুল প্রত্যাশিত নির্বাচন জমে উঠছে। আগামী ১০ জানুয়ারী এ সমিতির নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে।

এ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন প্রার্থীরা। ৭৩জন ভোটারদের ভোটদানের মাধ্যমে আগামী দিনের নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এ সংগঠনে।

ইতিমধ্যে ঈদগাঁও বাজারসহ উপবাজার সমুহে নির্বাচনী পোষ্টার আর লিফলেটে ছেয়ে গেছে অলিগলি। কে হচ্ছেন নতুন সভাপতি,সম্পাদক। এনিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই।

ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদগাহ ইলেক্টনিশান সমবায় সমিতির লিমিটেড (রেজি নং ২১০৮) নিবার্চনে সভাপতি পদেই ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইজন ভোটের মাঠে রয়েছেন।তবে সভাপতি পদে তারুন্যের প্রতীক, সুপরিচিতযুবক সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ভোটযুদ্ধেএগিয়ে রয়েছেন।

ভোটারেরা জানান, এবার সভাপতিতে পরিশ্রমী যুবক বেলালের অনূকুল অবস্থান রয়েছে। তিনি ভোটের লড়াইয়ে এগিয়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Election-U-P-electon.jpg

ঈদগাঁওর ৫টি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষিত : প্রার্থীরা নড়েচড়ে

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে নবম নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের সাধারণ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/