কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে জবাই করেছে চোরের দল। এ নিয়ে গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসী।
জানা যায়, ১৪ জানুয়ারী গভীর রাতে শীত মৌসুমে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার আবদুল হামিদের নিজ বসতবাড়ীর গোয়ালঘর থেকে তার পালিত একটি গরু ও বাচ্চা চুরি করে নিয়ে যায় চোরেরা। ঐ রাতে বাড়ীর পার্শ্ববর্তী খালি বিলে জবাই করে গরুর মাথা এবং চামড়া ফেলে রেখে মাংস নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে লোকজন সবজি খেতে কাজকর্ম করতে গেলে গরুর মাথা ও চামড়া দেখতে পেয়ে হামিদের পরিবারকে খবর দেয়। পরক্ষণে এ সংবাদ জানাজানি হলে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকে।
এ বিষয়ে স্থানীয় এমইউপি ছুরত আলম এ প্রতিনিধিকে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি গরুর মালিক হামিদের কাছে জানতে চাইলে তিনিও তার অর্ধ লক্ষাধিক টাকা দামের দুটি পালিত পশু চুরি করে জবাই করায় শোকাগ্রস্ত হয়ে পড়ে। আর এতে করে এলাকার লোকজন তাদের পালিত পশুর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
পাশাপাশি রাতের বেলায় এলাকা জুড়ে পুলিশী টহলের দাবী জানান এলাকাবাসী।
You must log in to post a comment.