বীর চট্টলার অহঙ্কার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আ.জ.ম. নাছির উদ্দীনকে সড়ক পথে কক্সবাজার যাওয়ার পথে ২৩ জুলাই বিকাল ৫টায় ঈদগাঁও বাসস্টেশন চত্বরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল্লাহ মহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নওশাদ মাহমুদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজাসহ আরো অনেকে। এতে উপস্থিত ছিলেন- ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামাবাদ আওয়ামীলীগ সভাপতি নুর ছিদ্দিক, জালালাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, চৌফলদন্ডী আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ইসলামপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরী, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সহ-ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, সাংবাদিক এম. আবুহেনা সাগর, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দীন, ঈদগাঁও যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনি, ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দীন জয়, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবাযক আবু বক্কর ছিদ্দিক বান্ডি, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ঈদগাঁও ছাত্রলীগ সভাপতি ইরফানুল করিমসহ সহস্রাধিক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর।
সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথি আ.জ.ম. নাছির উদ্দীন উপস্থিত সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, সিটি মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে ঈদগাঁও বাসস্টেশনে মিছিলে মিছিলে ভরপুরসহ মাইকিং ও ব্যানারে ছেয়ে গেছে।
You must log in to post a comment.