সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগাঁওতে সারাদিন বৃষ্টি : জনদূর্ভোগ চরমে

ঈদগাঁওতে সারাদিন বৃষ্টি : জনদূর্ভোগ চরমে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর ঈদগাঁওতে সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। জনদূর্ভোগে পড়েছে সর্বশ্রেণী পেশার মানুষজন।

দেখা যায়, ঈদগাঁও বাজারে হাসপাতাল সড়ক, ইউনিয়ন ভূমি অফিস, তেলী পাড়া সড়কের প্রবেশ পথ বৃষ্টির পানিতে সয়লাব হয়ে উঠেছে। যাতে করে জন ও যানবাহন চলাচলে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে। দুরদুরান্তের ক্রেতা ও সাধারণ লোকজন চলাচল করতে চরম দূর্ভোগে পড়ছে।

সকাল থেকে শুরু হলো বৃষ্টিপাত। বিদ্যুৎ বিভ্রান্টও থেমে নেই। ফ্রিজে রক্ষিত খাদ্রদ্রব্য নষ্টের পথে বলে জানান গৃহবধুরা।

কয়েক পথচারী জানান, ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কসহ নানা সড়কে ছোটবড় গর্তের কারনে যান ও জন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে লোকজন।

এক ব্যবসায়ী জানান, ড্রেন দিয়ে পর্যাপ্ত পরিমান পানি যাতায়াত করতে না পারায় হাটু পরিবার পানি জমে গেছে হাসপাতাল সড়কে। দেখার যেন কেউ নেই।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/