
ঈদগাঁওতে সোহেল মাহমুদ রুহানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ছাত্রলীগ,ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল মাহমুদ রুহান এর পক্ষ থেকে নিজের এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
৯ই এপ্রিল দিন ব্যাপী ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের নানা শ্রেনী পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এদিকে লুঙ্গী, শাড়ী এবং পাঞ্জাবী কাপড় পেয়ে খুশি হন এলাকার নর-নারীরা।
সোহেল বলেন, প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, গ্রেজুয়েট স্বীকৃতি প্রাপ্ত সোহেল মাহমুদ রুহান ঈদগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, ঈদগাঁও হাইস্কুল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের পক্ষ থেকে ঈদগাঁওতে নানান কর্মসুচী পালন করে যাচ্ছেন।
You must log in to post a comment.