সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে ৩৮ পরিবারে নতুন বিদ্যুত্ লাইন চালু : উল্লাসিত এলাকাবাসী

ঈদগাঁওতে ৩৮ পরিবারে নতুন বিদ্যুত্ লাইন চালু : উল্লাসিত এলাকাবাসী

Electricity - 19এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

স্বাধীনতার দীর্ঘ চুয়াল্লিশ বছর পর অবশেষে অন্ধকার থেকে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ঈদগাঁওর ৩৮টি পরিবার। এ নিয়ে উল্লাসিত এলাকাবাসী। জানা যায়, কক্সবাজার পল্লী বিদ্যুত্ সমিতির নিকট সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার এমইউপি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছুরত আলম বিগত ২০১২ সালের মাঝামাঝি সময়ে বিদ্যুতের জন্য একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে তিন বছর পর ২০১৫ সালের ২৬ নভেম্বর থেকে অত্র এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুত্ সুবিধা প্রদানের লক্ষ্যে লাইন টাঙানো সম্পন্ন করেছে পবিস কর্তৃপক্ষ। দীর্ঘবছর পর এসব এলাকাবাসী অন্ধকার থেকে আলোকিত হয়ে উঠছে।

এদিকে ১০ জানুয়ারী বিকাল ৩টায় ঈদগাঁও পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষরা লাইন টাঙানো পরিবারগুলোর মধ্যে ৩৮টি পরিবারে নতুন বিদুত্ লাইন চালু করেছে। এতে করে আলোয় আলোকিত হয়ে উঠেছে এসব পরিবারগুলোতে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও উদ্যোক্তা ছুরত আলম সাথে কথা হলে তিনি- আবেদন প্রদানের দীর্ঘবছর পর নতুন বিদ্যুত্ লাইন চালু করে পরিবারগুলোকে আলোকিত করার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে স্থানীয় মৌলভী সাহাব উদ্দীনের মতে, মহাজোট সরকারের আমলে তারা স্বাধীনতার চুয়াল্লিশ বছর পর নতুন বিদ্যুৎ পেয়ে মহাআনন্দিত ও পুলকিত। এ বিদ্যুত্ সুবিধা এলাকাবাসীর জন্য বড় পাওনা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/