এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দীর্ঘদিন পর অবশেষে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ডিসি সড়কটি ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বেশ কিছুদিন পূর্বে নির্মাণ কাজ শুরু হওয়ায় পথচারীসহ সাধারণ মানুষের মাঝে হাসির ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে।
জানা যায়, ঈদগাঁও বাসস্টেশন থেকে তেলি পাড়া রাস্তার মাথা পর্যন্ত ৬৭২ মিটার রাস্তার দু’পাশে গাইড ওয়ালসহ আরসিসি ঢালাই করা হবে। এ ব্যাপারে রাস্তার নির্মাণ কাজের ঠিকাদার উদয়ন কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী আতাউস সামাদ টিটুর সাথে কথা হলে তিনি উপরোক্ত বাজেটের সত্যতা নিশ্চিত করেন এবং নির্মানাধীন রাস্তাটি রমজানের পূর্বেই শেষ হবে বলে জানান। তবে সাধারণ পথচারী ও সচেতন মহলের অভিযোগ যে, নিম্নমানের বালি, ইট, সিমেন্ট দিয়ে সড়কের কাজ করা হচ্ছে।
উল্লেখ্য যে, দীর্ঘ বহু বছর ধরে ঈদগাঁওর ডিসি সড়কটি খানা খন্দক আর কর্দমাক্তে ভরপুর ছিল। একটু বৃষ্টি হলেই যানবাহন ও সাধারণ লোকজন চলাচল দায় হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে আশার আলো দেখা দিয়েছে।
You must log in to post a comment.