সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও-ঈদগড় সড়কে পৃথক পৃথক ডাকাতি : অপহৃত ৪

ঈদগাঁও-ঈদগড় সড়কে পৃথক পৃথক ডাকাতি : অপহৃত ৪

Kidnapping - 4 (a)এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
ঈদগাঁও-ঈদগড় সড়কে পৃথক পৃথক ভাবে দু’দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে ডাকাতদল যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করার পর চার জনকে অপহরণের খবর পাওয়া গেছে।
জানা যায়, কক্সবাজার জেলার সদর উপজেলা ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে ২৪ জুলাই সকাল ৮টার দিকে প্রথম দফায় ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে একটি সিএনজি গাড়ী গতিরোধ করে ডাকাতদল। তারপর সর্বস্ব লুট করার পর তিনজন যাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে নিয়ে যায়। অপহরণের শিকার চালক জয়নাল আবেদীনসহ অপর ২ জন মাছের পোনা ব্যবসায়ী বলে জানা যায়। অন্যদিকে একই দিন উক্ত স্থানে সকাল সাড়ে ৯টার দিকে ঈদগড় থেকে ঈদগাঁও আসার পথে অপর আরেকটি সিএনজি গতিরোধ করে ডাকাতরা। এসময় তাদেরকেও সর্বস্ব লুট করার পর একজন যাত্রী অপহরণ করে নিয়ে যায়। সে ঈদগড় ধুমছা কাটা এলাকার নিমাই শর্মার পুত্র সজল শর্মা (২৩)। অন্যদিকে সজলের বড় ভাই সুজন শর্মা জানান, তার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল সজল। এসময় পথিমধ্যে ডাকাতদলের কবলে অপহরণের শিকার বলে জানান। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হলে তিনি ডাকাতি ও অপহরণের ঘটনা শুনেছেন এবং এ বিষয়ে খতিয়ে দেখছেন বলেও জানান।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: