Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অপরাধ, আইন-আদালত / ঈদগাঁও-ঈদগড় সড়কে ৩ যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি : আহত-৩

ঈদগাঁও-ঈদগড় সড়কে ৩ যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি : আহত-৩

Dakati-

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ব্যস্ততম সড়ক ঈদগাঁও-ঈদগড় সড়কে ৩টি যাত্রীবাহী যানবাহনে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের মারধরে আহত হয়েছে চালকসহ ৩জন যাত্রী। জানা যায়, ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৭টায় উল্লেখিত সড়কের ক্রাইম পয়েন্ট পানেরছড়া ঢালার বড় উঠনি নামক স্থানে ঈদগড় থেকে যাত্রী নিয়ে রাকিব এক্সপ্রেস নামের একটি সিএনজি টেক্সি ও দুটি টমটম ঈদগাঁও যাওয়ার পথে আগে থেকে উত্ পেতে থাকা সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল বেরিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর পূর্বক অসহায় যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতের এলোপাথাড়ী মারধরে সিএনজি চালক জাকির হোসেন (৪২)সহ ৩ যাত্রী আহত হয়।

ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল হাশেমের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানান।

উল্লেখ্য, এ সড়কে একসময় ভয়াবহ ডাকাতি ও অপহরণের ঘটনা বৃদ্ধি পেলে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে দীর্ঘদিন পর্যন্ত এসব ঘটনা বন্ধ থাকে। কিন্তু পুলিশের নিয়ম-নীতি উপেক্ষা করে কিছু যানবাহন চলাচলের কারণে আবারো ডাকাতি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে এলাকার সচেতন ব্যক্তিরা জানান। ঢালা এলাকায় পুলিশ টহল ডিউটির আগে এবং পরে সড়কে চলাচল করা কিছু সুবিধাভোগী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীও জানান তারা।

%d bloggers like this: