এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-জালালাবাদে জাসদের প্রার্থী অবশেষে চুড়ান্ত হয়েছে। এ নিয়ে পাড়া-মহল্লায় সচেতন ভোটাররা বেশ উৎফুল্ল হয়ে উঠেছে।
জানা যায়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সদর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুচ্ছফাকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আর একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মোহাম্মদ রাশেদুল করিমকে জালালাবাদে প্রার্থী হিসাবে চুড়ান্ত করা হয়। এ ব্যাপারে জাসদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি আনোয়ারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি দুই ইউনিয়নে জাসদ তথা মশাল প্রতীকের প্রার্থী চুড়ান্ত করার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিনিধিকে। এছাড়াও দখলবাজি-দুর্নীতি-বৈষম্য-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন, সু-শাসন-শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে জাসদকে শক্তিশালী করুন। স্বশায়িত, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে আসন্ন ঈদগাঁও ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে জাসদের এ দু’ প্রার্থী প্রচার-প্রচারণায় পাড়া-মহল্লায় সরগরম করে তুলেছেন।
এছাড়াও পোস্টার, ব্যানার, লিপলেট ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিয়েছে। এ নিয়ে এলাকার ভোটার সাধারণের মাঝে নতুন প্রার্থী হিসাবে তারা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তার কাতারে পৌছেছে। কয়েকজন কৌতুহলী ভোটারদের মতে, এবার নতুন প্রার্থী হিসাবে তারা মাঠে অবস্থান করছে ভিন্ন আঙ্গিকে। এমনকি আগামীর স্বর্ণালী বাংলাদেশ গড়ার পাশাপাশি স্ব স্ব ইউনিয়নকে আধুনিক হিসাবে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে জাসদের এ দু’ প্রার্থীর নির্বাচনী মাঠে নামা। এবার তারা অন্যান্য দলের চেয়েও মোটামুটি ভাল অবস্থানে বললেই চলে।
You must log in to post a comment.