Home / প্রচ্ছদ / ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন

Edgong Adrsha Shiksha Niketonএম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)’র বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান ২১ জানুয়ারী প্রধান শিক্ষক এ.কে.এম. আলমগীরের সভাপতিত্বে শিক্ষক নুরুল ইসলাম ও নুরুল আমিন হেলালীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে – আলহাজ্ব আবদু ছালাম বাবুল, মোহাম্মদ ফেরদৌস, ফেরদৌস আলম, শামীম শহীদ, মো. শহিদুল হক, ইরান বাহার ও আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী।

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ বিদায়ী ও নবাগত বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল সকাল ৭টায় খতমে কোরআন ও তাহলীল, সকাল ৮টায় নবীন শিক্ষার্থীদের বরণ, সকাল সাড়ে আটটায় বিদায়ীদের বরণ ও আলোচনা ও দুপুর দেড়টায় প্রীতিভোজ সম্পন্ন হয়। এ বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গনে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়।

%d bloggers like this: