কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)’র প্রতিষ্ঠাতা কামরুল হক চৌধুরীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদগাঁও বাসস্টেশনসহ বাজারের অলিগলিতে এক বিক্ষোভ মিছিল করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এদিকে মিছিলকারীরা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে জবাব চান এবং অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের জোর দাবীও জানান।
উল্লেখ্য যে, একই দিন বিকালের দিকে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উপর এক যুবক অতর্কিত হামলা চালায়। তার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
-প্রেস বিজ্ঞপ্তি।
You must log in to post a comment.