Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ডিবি পুলিশের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ১

ঈদগড়ে ডিবি পুলিশের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ১

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Handcap-DB-yaba-Kamal-Hamidul-9-1-21.jpg?resize=540%2C311&ssl=1

কামাল শিশির, হামিদুল হক :
কক্সবাজার জেলার ঈদগড়ে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

৯ জানুয়ারি (শনিবার) সকাল ৯ টায় একটি সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এ ইয়াবা। আটক করা একজনকে।

জানা যায়, কক্সবাজার সদর এসপি সার্কেল মামুন আল ইসলামের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের ১টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রামুর ঈদগড়-বাইশারী সড়কের রেনুরছড়া খাল নামক স্থানে অভিযান চালিয়ে ১লক্ষ পিস ইয়াবাসহ নম্বর বিহীন একটি সিএনজি ও হাফেজ আহমদ (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে। আটক ইয়াবা ব্যবসায়ী বান্দরবান জেলার রুমা উপজেলার আবদুল হাফেজের পুত্র।

ইয়াবা পরিবহনকৃত গাড়িটি নাইক্ষ্যংছড়ির বাইশারী হতে ঈদগাহ যাচ্ছিল বলে জানা যায়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে বলে জেলা সদর এস পি সার্কেল মামুন জানান।

এসময় ডিবি পুলিশের ইন্সপেক্টর আজহারুল ইসলাম, এস আই নাজমুল হোসেন, এস আই সাইফুদ্দিন, এস আই সাদ্দাম, এস আই ফয়সাল, রামু থানা ওসি কে এম আজমিরুজ্জামান, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আই সি আবদুল হালিম, ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।

এদিকে আটক ইয়াবা ব্যবসায়ী হাফেজকে জিজ্ঞাসাবাদ করলে ঈদগড় ও বাইশারীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের তালিকা পাওয়া যাবে বলে মনে করেন ঈদগড়বাসী।

এ রিপোর্ট লিখাকালিন সময়ে আটককৃত ব্যক্তিসহ ইয়াবা ও সিএনজি রামু থানায় হস্তান্তর করেন এবং মামলা রজুর প্রক্রিয়া চলছে বলে জানান রামু থানা পুলিশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ পালিত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :“নব আশায়, নব প্রভাতে নববর্ষের প্রতিটি দিন সবার জীবনে নতুন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/