সাম্প্রতিক....
Home / জাতীয় / ঈদে সরকারি ছুটি চার দিন

ঈদে সরকারি ছুটি চার দিন

Logo (Bangladesh) 2

কোরবানির ঈদে নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি যুক্ত হয়েছে। এতে এবার ঈদে মোট সরকারি ছুটি হচ্ছে চারদিন।

এর ফলে ৯ ও ১০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার মিলে টানা ছয় দিন থাকবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

তিনি বলেন, ‘ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।’

মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব উপস্থাপন করা হয় ১১ এবং ১৫ সেপ্টেম্বর ছুটির জন্য। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, এই দুইদিন ছুটির আদেশ আসতে পারে।

দুইদিনের প্রস্তাব থেকে ১১ তারিখ সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।
সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/