Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়া ক্যাম্পে গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত 

উখিয়া ক্যাম্পে গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত 

কামাল শিশির; রামু :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেডমাঝিসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। স্থানীয় রোহিঙ্গারা ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরেই তাদের হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন— উখিয়ার জামতলী ১৫ নং ক্যাম্পের ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেডমাঝি (নেতা) আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি (নেতা) সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার (১০ আগস্ট) সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয় বলে জানান।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।

তার সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের সমতল হতে প্রায় দেড়শ’ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের ঘরের সামনে (শেড নং-১০১০) সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি-৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

আশেপাশের লোকজন এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে সৈয়দ হোসেনকে মৃত ঘোষনা করা হয়। অপরদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

স্থানীয় রোহিঙ্গাদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, ক্যাম্পে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/05/Attack-USA-30-5-23.jpg

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র আয়োজনে গুলি, নিহত ১৬

অনলাইন ডেস্ক : নিউ মেক্সিকোর রেড রিভারে ...

%d bloggers like this: