উখিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের ব্যস্থতার সুযোগে দূর্বৃত্ত চক্র আইনশৃংখলার এ অবনতি ঘটাচ্ছে বলে অনেকেই মনে করছেন। গত ৩দিনের ব্যবধানে ঘন কুয়াশা ও শীতের তীব্রতার কারণে সংঘবদ্ধ চোরের দল এ মোক্ষম সুযোগকে কাজে লাগাচ্ছে।
গত শনিবার উখিয়ার ব্যস্থতম ষ্ঠেশন জামে মসজিদ রোডের নুরুল ইসলামের দোকান, উখিয়া থানার কম্পাউন্ডসহ অন্তত ২৫-৩০টির মত দোকান, বাসাবাড়ি, স্কুল কলেজ থেকে এ এনার্জি ভাল্ব রাতের আধারে চুরি করে নিয়ে যায়।
এছাড়া বাড়ি ঘরে এসব সংবদ্ধ চোরের দল সুযোগ বুঝে হানা দেয়। এ নিয়ে স্থানীয় গ্রামবাসি দোকানদার চোরের ভয়ে আতংকে রয়েছে। বিশেষ করে উঠতি বয়সের ইয়াবা সেবীরা টাকার অভাবে বাড়ি ঘর ও দোকান পাটের বিভিন্ন মুল্যবান জিনিষপত্র চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এতে আইন শৃংখলার অবনতি দেখা দিয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সংঘবদ্ধ চোরদের চিহ্নিত করে আইন শৃংখলা রক্ষার স্বার্থে দ্রুত সাড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হবে।
You must log in to post a comment.