কক্সবাজারের উখিয়ায় সরকারী ঔষুধ বিক্রি করার দায়ে এক ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ জানুয়ারী বুধবার দুপুরের দিকে উপজেলার মরিচ্যা বাজার ষ্টেশনে পুস্প ফার্মেসী নামক এক ঔষুধ দোকান মালিককে সরকারী ঔষুধ বিক্রি করার দায়ে এ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফার্মেসীতে অভিযান চালালে সরকারী হাসপাতালে সরবরাহকৃত বিক্রি নিষিদ্ধ কিছু ঔষুধ পাওয়ায় পুষ্প ফার্মেসী মালিক প্রদীপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
You must be logged in to post a comment.