বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৯:২৯ অপরাহ্ন
হুমায়ুন কবির জুশান, উখিয়া :
উখিয়ায় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে টমটম দুর্ঘটনায় গুরুতর আহত পিএসসি পরীক্ষার্থী শাহিনা আক্তারের পরীক্ষা দেয়া হয়নি। রাজাপালং বায়তুশ শরফ জব্বারিয়া বালিকা দাখিল মাদ্রাসা ছাত্রী ও রাজাপালং হারাশিয়া গ্রামের ওমর আলীর কন্যা। ২৪ নভেম্বর সকাল ১০ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে প্রথমে উখিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার ওই ছাত্রীর অবস্থা আশংকাজনক ভেবে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পড়ালেখায় অত্যান্ত মেধাবী এই ছাত্রী ওইদিন কুরআন মজিদ ও আকাইদ ফিকাহ পরীক্ষা দেওয়ার জন্য তাড়াহুড়া করে বাড়ী থেকে চলে আসে।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মারাত্মক আহত ওই ছাত্রীর একটি পা হারানোর আশংকা রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্বাস্থ্য ও সফল চিকিৎসার জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
You must be logged in to post a comment.