Home / প্রচ্ছদ / উখিয়ায় লবণ বোঝাই ট্রাক উল্টে গিয়ে আহত ২

উখিয়ায় লবণ বোঝাই ট্রাক উল্টে গিয়ে আহত ২

accident - Jushan 26-01-16 (news 1pic) f1হুমায়ু কবির জুশান; উখিয়া :

কক্সবাজার-টেকনাফ সড়কে লবণ বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে গাড়ীর চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ থেকে কক্সবাজার গামী একটি লবণ বোঝাই ট্রাক উখিয়ার টিভি র‌্যালি কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের নাম জানা যায়নি।

%d bloggers like this: