হুমায়ুন কবির জুশান, উখিয়া :
উখিয়ায় হাতির পায়ে পৃষ্ট হয়ে পেঠান আলী (৬০) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে স্থানীয় গ্রামবাসী হরিণমারা বাগানের পাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে বনজঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের মত গত মঙ্গলবার বিকেলে লাকড়ি সংগ্রহ করতে গেলে হাতির পায়ে পৃষ্ট হয়ে সে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান ঘটনার সত্যতার স্বীকার করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, হাতির পায়ে পৃষ্ট হয়ে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
You must be logged in to post a comment.