কক্সবাজারের রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজউল আলম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশের মানুষ কখনও স্বাধীন হতোনা। বাঙ্গালী জাতি আজীবন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতো। বর্তমান সরকার তৃণমূল শিক্ষার্থীদের শারীরিক ভাবে ক্রীড়া শৈলী করে গড়ে তুলতে এবং বিভিন্ন অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীর প্রতিভা বিকাশে আজ এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। যার পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম বুঝতে পারবে এদেশের স্বাধীনতা ইতিহাসে বঙ্গবন্ধুর মত লৌহ মানবের জন্ম না হলে আমরা আজ বিপন্ন জাতি হিসেবে বিবেচিত হতাম। শুধু তা নয় এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমাদের দেশে ছেলেদের কাছাকাছি মেয়েদেরও পিছিয়ে পড়ারোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই টুর্ণামেন্টের কর্মকান্ড গুরুত্ব সহকারে চালিয়ে যেতে হবে। তিনি দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রমের মাধ্যমে টুর্ণামেণ্টের সফল কার্যক্রম চালিয়ে সুষ্ঠু সুন্দর ভাবে সমাপ্ত করায় উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।
৬আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদেরর মাঝে বক্তব্য রাখেন, রামু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিবলু দাশ, মোহাম্মদ সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি আজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, রামু বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, কাউয়ারখোপ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দিলরুবা আক্তার, রামু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বড়ুয়া, নুনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবদছ ছুবহান, ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম জুয়েল, প্রধান শিক্ষক বদর উদ্দিন, সহকারী শিক্ষিকা কহিনুর আক্তার, রেহেনা আক্তার, নিরুপমা বড়ুয়া, নুরুল আজিম, এজাহারুল ইসলাম, শহিদুল ইসলাম, আক্তার আহাম্মদ, রামু উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদুল হক প্রমূখ। রামু খিজারী হাইস্কুল মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বীতা মূলক বঙ্গবন্ধু টুর্ণামেণ্টের ফাইনাল খেলায় কাউয়ারখোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে রামু সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। একই দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালা খেলায় রামু বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন ট্রপি অর্জন করেন। বিজয়ী উভয় দলের জন্য উপজেলা চেয়ারম্যান রিয়াজউল আলম ১০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেন।