Home / প্রচ্ছদ / এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু কর- বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ

এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু কর- বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ

Jashod - Ajoy -03-1-2016 (news & 1pic)বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ-কক্সবাজার জেলা শাখার কর্মসূচীর অংশ হিসাবে ৩ জানুয়ারী জেলা জাসদ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জাসদ কার্যালয়ে একত্রিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, শহর জাসদ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হোসেন মাসু, শহর জাসদ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আজিজুল হক আজিজ, সাবেক ছাত্রলীগ সভাপতি দেবব্রত সেন দেবু, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বাহাদুর, শহর জাসদ নেতা সাংবাদিক আমান উল্লাহ্, আবু তৈয়ব, প্রদিপ দাশ, মহেশখালী উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল করিম নোমান, শহর ছাত্রলীগ নেতা কায়ছার হামিদ, মিজানুর রহমান, মোর্শেদ, সাজিদ, সোহেল, আবদুর রশিদ, আবদুর রহিম, আবদুল হাসিম, মামুন, হামিদ প্রমুখ।

বক্তারা বলেন-বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির নামে ব্যাপক হারে অর্থ আদায় করা হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দরা আরো বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত করে এক দেশ এক শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবী জানান।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: