সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ আবদুল মাবুদ’র মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

এডঃ আবদুল মাবুদ’র মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

Mir Shafiqul Alam

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম এডভোকেট আবদুল মাবুদ এর মৃত্যুতে পূর্ব নির্ধারিত সময়সূচী মতে ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা ও দায়রা জজ মহোদয় মীর শফিকুল আলম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির মসজিদের পেশ ইমাম নুরুল হক। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী। জেলা দায়রা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।

Ad Abdul Mabud

অতঃপর জেলা ও দায়রা জজ এর এজলাস কক্ষ হতে ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম এডভোকেট আবদুল মাবুদ স্মরণে শোকসভা আরম্ভ হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির মসজিদের পেশ ইমাম নুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।

উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট আবদুল বারী-১, এডভোকেট মোহাম্মদ ইসহাক (জি.পি), এডভোকেট সুভাষ চন্দ্র দে, এডভোকেট নূরুল মোস্তফা মানিক, এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট নূরুল ইসলাম (এস.পি.পি), এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট কাসেম আলী, এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এডভোকেট মমতাজ উদ্দিন, এডভোকেট আহসান উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে, মরহুম আবদুল মাবুদ অ্যাডভোকেট তাঁর নিজ বাড়ীতে কিডনী রোগজনিত কারণে গত ৩০ জুন বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। পরদিন তাঁকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/