Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় / ওলামা লীগের সঙ্গে আ.লীগের কোনো সম্পর্ক নেই: হানিফ

ওলামা লীগের সঙ্গে আ.লীগের কোনো সম্পর্ক নেই: হানিফ

Hanif

ওলামা লীগের নেতারা সংগঠনটিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন দাবি করে দীর্ঘ দিন ধরে সভা-সমাবেশ ও মানববন্ধন করে আসছে।

বিভিন্ন সময় আওয়ামী ওলামা লীগের ব্যানারে আয়োজিত সভা-সমাবেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রীদেরকে উপস্থিত থাকতেও দেখা গেছে।

এমনকি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও ওলামা লীগ নেতাদেরকে ব্যানারসহ উপস্থিতি হতে দেখা গেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ নেতারা বর্ষবরণের অনুষ্ঠান বন্ধের দাবি জানানোর পরই তাদের ওপর ক্ষেপে যায় ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’ নামের একটি সংগঠন। ওলামা লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কী সম্পর্ক, তা স্পষ্ট করারও আহ্বান জানান তারা।

এরপরই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে জানালেন, ওলামা লীগের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই ।

হানিফ বলেন, ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

%d bloggers like this: