Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে গাড়ী চাপায় নিহত ১

কক্সবাজারে গাড়ী চাপায় নিহত ১

Accident - Himu 19-03-16 (news 3pic) f1

 

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ :

কক্সবাজারের লিংক রোডে গাড়ী চাপায় নিহত হয়ছেন একজন। নিহত ব্যক্তি শহরের নুর হোটেলের মালিকের ছেলে কাওসার আহমদ জুয়েল (২৮)। ১৮মার্চ রাত সাড়ে ১১টার দিকে শহরের লিংক রোডে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের সাথে নিহতের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মোটরসাইকেলে থাকা অপর আরোহীর অবস্থাও আশংকা জনক বলে জানা যায়। তবে ঘটনাস্থলে নিহত হয় জুয়েল।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কাওসার আহমদ জুয়েল কক্সবাজার শহরের বাসিন্দা ও লালদীঘির পাড়স্থ নুর হোটেলের মালিক মনির আহমদ সওদাগরের ৩য় পুত্র।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত একজনকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

%d bloggers like this: