Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / কক্সবাজারে চারদিন ব্যাপী শেখ হাসিনা বই মেলার উদ্বোধন

কক্সবাজারে চারদিন ব্যাপী শেখ হাসিনা বই মেলার উদ্বোধন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

রাষ্ট্রনায়ক হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেও শেখ হাসিনার রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়। শত ব্যস্ততা, প্রতিকূলতার মধ্যেও সময় পেলেই তিনি বই পড়েন, লেখালেখি করেন।

শেখ হাসিনার অন্যান্য গ্রন্থ পাঠ করলেও বোঝা যায়, নান্দনিক সাহিত্যের পাশাপাশি তাঁর রচনা হয়ে উঠেছে বাংলাদেশ ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানান অঙ্গনের গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের আয়োজনে পাবলিক লাইব্রেরী মাঠে গতকাল বিকেলে বনাঢ্য পরিসরে শুভ উদ্বোধন হলো শেখ হাসিনা বইমেলা। বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মূখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার – ০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশ। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, কবি অমিত চৌধুরী, সত্যাপ্রিয় চৌধুরী, আলম তৌহিদ।

এছাড়াও লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বইপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

প্রতিদিন মেলায় শেখ হাসিনার শ্রীহস্তে লেখা বই সহ মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধি চর্চার বইয়ের প্রর্দশনী, বিক্রয়, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে। এটি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মেলার উদ্যোক্তা বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মূখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী বলেন, শিল্প-সাহিত্য, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজনীতি সহ নানা প্রসঙ্গে তাঁর পঠনপাঠন যে কাউকে বিস্মিত করবে। আমরা যদি তাঁর স্মৃতিকথা, প্রবন্ধ-নিবন্ধ পড়ি, টের পাবো তার সমুদ্রসম পঠন পাঠনের কথা। ঠিক এই জায়গায় দেশের অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁর বৈপরিত্য। কেননা শেখ হাসিনা সাহিত্যমনা, মগ্নপাঠক ও পড়ুয়া।

এবার সেরা বই সংগ্রাহক হিসেবে প্রথম হয়েছেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ২য় হলেন কক্সবাজার -০১ আসনের সংসদ সদস্য জাফর আলম, ৩য় হয়েছেন শিক্ষক খুরশিদুল জান্নাত।

আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনে : আসছেন মুহিবুল্লাহ বাবুনগরী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁওতে দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ...

%d bloggers like this: