দীপক শর্মা দীপু; কক্সভিউ :
একজন মানুষের উপর ৬ জন মানুষ দাঁড়ানো, জ্বলন্ত আগুন মুখের ভিতর ঢুকিয়ে নেয়া, আগুনের গোলা খেয়ে ফেলা, ৫০ ফুট উঁচুতে চিকন রশির উপর নাচ করা, এমন ঝুঁকিপূর্ণ ৩০টি খেলা প্রদর্শন কক্সবাজারের দর্শকদের মন ছুঁয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অ্যাক্রোবেটিক দল তাদের তাক লাগানো যাদুকরী নৈপুণ্য প্রদর্শনের মধ্যে দর্শকদের নির্মল আনন্দ দিয়েছে।
কক্সবাজারের দর্শকদের মন জয় করেছে ৩০ জনের এই অ্যাক্রোবেটিক দল। ৮ এপ্রিল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অ্যাক্রোবেটিক প্রদর্শনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
তিনি বলেন, বিশ্বের অন্যতম শিল্প মাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প সমগ্র পৃথিবীতে সমাদৃত এবং মর্যাদাপূর্ণ। তাই এই শিল্পকে ধরে রাখতে সরকার শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। কালচারাল অফিসার আয়াজ মাবুদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল নাসের।
You must log in to post a comment.