সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/02/Election-21-Cox-bar-28-2-21.jpg?resize=540%2C322&ssl=1
বার্তা পরিবেশক :

জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ চলে। এবারের ভোটার সংখ্যা মোট ৭৩০ জন। জেলা আইনজীবী সমিতি ভোট কেন্দ্র (১)-তে ৬৮৩ জন ভোটার এবং চকরিয়া ভোট কেন্দ্র (২)-তে চকরিয়া ও কুতুবদিয়ার ভোটার সংখ্যা মোট ৪৭ জন। তৎমধ্যে চকরিয়ার ভোটার সংখ্যা ৪০ জন এবং কুতুবদিয়ার ভোটার সংখ্যা ৭জন। ভোট গ্রহণ চলাকালে ভোট কেন্দ্রের আশেপাশে ছিল উৎসবের আমেজ।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সভাপতি পদে ভোট পেয়েছেন ৩৮২ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন পেয়েছেন ৩০৫ ভোট। বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক পদে ভোট পেয়েছেন ৩৭৪ ভোট তাঁর প্রতিদ্বন্দ্বি জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান পেয়েছেন ৩১২ ভোট।

মোট দুই প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে মনোনীত প্যানেলে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নির্ধারিত সময় অনুযায়ি ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও অ্যাডভোকেট মুহাম্মদ বাকের এবং নির্বাচন কমিশন অ্যাডভোকেট মোঃ নুর উল আলম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ।

নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হয়

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/