নিজস্ব প্রতিনিধি, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল করছে। বছরের পর বছর এসব যানবাহন রাস্তায় চলাচল করলেও তাদের বিরুদ্ধে তেমন কোনই পদক্ষেপ নেয়া হয়নি। এ রোডে চলাচলরত মাইক্রোবাস, সী লাইন, কক্স লাইন, জীপ-প্রাইভেটকার ও স্পেশাল সার্ভিস মালিকদের অনিহার কারণে এসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থাতেই রয়ে গেছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি দুর্ঘটনাও ঘটাচ্ছে এসব যানবাহন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এখনো যাদের যানবাহনের ফিটনেস নবায়ন করেননি তাদের তালিকা করা হচ্ছে।