Home / প্রচ্ছদ / কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সাথে বাস্তুহারালীগের সৌজন্য সাক্ষাত

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সাথে বাস্তুহারালীগের সৌজন্য সাক্ষাত

Mayor- Sagor 08-12-2015 (news & 1pic) f2এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জেলা শাখার সাধারণ সম্পাদক কমিশনার মাহবুবুর রহমান মাবু কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনোনীত হওয়ায় আওয়ামী বাস্তুহারালীগ জেলা শাখার সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ফুল দিয়ে রাতে মেয়রের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী বাস্তুহারালীগ জেলা শাখার সহ-সভাপতি হাজী ফোরকান আহমদ, জেলা বাস্তুহারালীগ নেতা মোহাম্মদ ফয়েজ, আলমগীর, নুরুল আমিন, নুরুল আবছার, নুরুল ইসলাম, এম. আবুহেনা, মুবিন, মনির, সদর উপজেলা বাস্তুহারালীগ সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদসহ আরো অনেকে।

%d bloggers like this: