Home / প্রচ্ছদ / কায়রোতে বোমা বিস্ফোরণে আহত ৬

কায়রোতে বোমা বিস্ফোরণে আহত ৬

Kairoমিশরের কায়রোতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বিস্ফোরণে আহতদের সবাই পুলিশ সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত কারো মারা যাবার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানালেন।

প্রসঙ্গত, কায়রোতে এর আগে ইতালির দূতাবাসে বোমা হামলা হয়েছিল। সে হামলায় জড়িত ছিল ইসলামিক স্টেট।

আইন-শৃঙ্খলা বাহিনীর এ ভবনে কারা বোমা হামলা করলো তা এখনো জানা যায়নি। তবে সন্দেহের আঙ্গুল আইএসের দিকে।

-ব্রেকিংনিউজডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: