নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ধূরুং ইউনিয়নের কুইলারটেক এলাকায়। সড়ক দুর্ঘটানায় নিহত ব্যক্তি উত্তর ধূরুং ইউনিয়নের সাদের ঘোনা এলাকার সোলতান আহম্মদের পুত্র জালাল আহম্মদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, শুক্রবার ৪ মার্চ সকাল ১০টার সময় উত্তর ধূরুং ইউনিয়নের গাউছিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে নজু বাপের পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে যাত্রী নিয়ে আব্দুল মান্নান ড্রাইভার ধূরুং বাজার আসার পথে কুইলার পাড়া এলাকায় রাস্তার গর্তে পড়ে টেম্পু গাড়িটি উল্টে যায়। এ সময় জালাল আহম্মদসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহত জালাল আহম্মদকে এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আহত জালাল আহম্মদকে মৃত ঘোষণা করেন।
You must log in to post a comment.