নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া সমূদ্র সৈকত থেকে শামশুল আলম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত শামশুল আলম বাঁশখালী উপজেলার শেকের খিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদু ছালামের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, ১০ আগস্ট বিকাল ৪টার দিকে কুতুবদিয়ার পশ্চিম উপকূলের সমূদ্রতীরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী কুতুবদিয়া থানাকে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সুত্রে আরও প্রকাশ, শামশুল আলম সাগরে মাছ ধরার অন্য নৌকা থেকে মাছ কিনে চট্টগ্রাম শহরে বিক্রি করত (পসকি ব্যবসা)। আবহাওয়া খারাপ হওয়ার কারনে সমূদ্রে দুর্ঘটনার কবলে পড়ে সে নৌকা থেকে ছিটকে পড়েছে বলে জানিয়েছে নৌকার এক মাল্লা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবারের কেউ লাশ নিতে আসেনি।
You must log in to post a comment.