Home / প্রচ্ছদ / কেজি স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

কেজি স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

sinceএম.বেদারুল আলম; কক্সভিউ :

“টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি” এ শ্লোগানকে ধারণ করে ২৭ জানুয়ারি শুরু হচ্ছে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার কেজি এ্যান্ড মডেল হাই স্কুলের সহযোগিতায় আজকের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সকাল সাড়ে ৯টায় শুরু হবে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান। মেলা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কেএম রমজান আলী জানান ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে আজ প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেজি স্কুলে গিয়ে শেষ হবে। এরপর শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২৮ জানুয়ারি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা কুইজ এবং উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান মেলায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

%d bloggers like this: