Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় অটোরিক্সা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত : আহত-৫

চকরিয়ায় অটোরিক্সা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত : আহত-৫

Accident - Mukul 27.04.16 news 1pic f1

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চৌয়ারফাঁড়ি স্টেশনের কাছে নবীর টেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন অটোরিক্সার যাত্রী মাদ্রাসা শিক্ষক। আহত হন অটোচালক ও যাত্রীসহ আরো ৫জন। তন্মধ্যে মুমুর্ষূ অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিত্সার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসা শিক্ষকের নাম আবু ছালেক (৪০)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আসহাব উদ্দিনের ছেলে এবং নতুন বাজার সিকদার পাড়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক। গুরুতর আহত দুইজন হলেন সিএনজি অটোরিক্সা চালক চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মৃত আব্বাস সিকদারের ছেলে সাহাব উদ্দিন (৫৫) ও যাত্রী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার নুরুল আমিনের ছেলে আবুল হাসনাত নেওয়াজ (২৬)।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো: এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

%d bloggers like this: