মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিউনিটি ই-সেন্টারের উদ্যোগে “ডিসটেন্স লার্নিং ও ভিলেজ বাজার” বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ৯ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশীদুল আলম চৌধুরী, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ও উপজেলা সহকারী প্রোগ্রামার আজিমুল ইসলাম।
এসময় কর্মশালার মূল বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা টেকনিশিয়ান মোহাম্মদ এরশাদুল হক, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিমশন বাড়ৈ ও রোজিনা আক্তার। এদিকে “ডিসটেন্স লার্নিং ও ভিলেজ বাজার” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কম্পিউটার, কৃষি, পর্যটন ও ব্যবসার ওপর বিশেষ ডিপ্লোমা কোর্সের প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত ডিপ্লোমার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার সুবিধার্থে সনদপত্র প্রদান করবে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশ।
You must log in to post a comment.