Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে চট্টগ্রামের মহিলা ব্যাংক কর্মকর্তা নিহত

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে চট্টগ্রামের মহিলা ব্যাংক কর্মকর্তা নিহত

Accident- Mukul 17.03.16 (news 3pic) (1)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার মহাসড়কের পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ফাহমিদা খানম (৩৪) নামক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাহমিদা দূর্গাপুর কুসুমবাগ এলাকার নুর আহমদের স্ত্রী। তিনি চট্টগ্রাম মহানগরের দামপাড়াস্থ ভাড়া বাসায় থাকতেন এবং জামালখানস্থ ইষ্টার্ণ ব্যাংকের কর্মকর্তা।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এ.এস.আই জামাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে একটি প্রাইভেট কার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক লাগোয়া খাদে পড়ে যায়। এসময় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায় ব্যাংক কর্মকর্তা ফাহমিদা। তিনি নিজেই গাড়িটি ড্রাইভ করছিলেন বলে পুলিশ জানায়।

%d bloggers like this: