Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নারী ও শিশু / চকরিয়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চকরিয়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Water - 8

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মোতাহের হোসেন (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোতাহের হোসেন পালাকাটা ৭নং ওয়ার্ডস্থ সাহাবউদ্দিনের ছেলে স্থানীয় পালাকাটা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে জুমার নামাজ আদায়ের জন্য পুকুরে গোসল করতে যায় মোতাহের। এক পর্যায়ে সে পানিতে ডুব দিলে উঠে না আসায় সাথে থাকা অন্য লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে মুমূর্ষু অবস্থায় সে ভেসে উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

%d bloggers like this: