মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারায় বিদ্যুত্স্পষ্ট হয়ে আবুল বজল (৪৫) নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল বজল উত্তর কাকারার মৃত কালা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, টানা ৩দিনের বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি বাড়িতে ঢুকতে শুরু করে। এসময বাড়িতে ঢলের পানি ঢুকলে মালামাল সরাতে গিয়ে বিদ্যুত্স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবুল বজল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।