Home / প্রচ্ছদ / চকরিয়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্টিত

চকরিয়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্টিত

Kishori Melaমুকুল কান্তি দাশ; চকরিয়া :

‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ প্রতিপাদ্য এই বিষয়কে সামনে রেখে চকরিয়ায় ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফাঁশিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্টিত হয়।

অনিরুদ্ধ মন্ডল এর উপস্থাপনায় ও ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক একেএম ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত মেলায় প্রধান অতিথি ছিলেন রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আলহাজ্ব রশীদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসন, বাংলাদেশ প্রতিদিন চকরিয়া প্রতিনিধি জিয়াউদ্দীন ফারুক।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক এএসএম নাঈমুল চৌধুরী মাসুম, হালাকাকারা কিশোরী ক্লাবের সভানেত্রী শাহেনা বেগম। অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন মোকাররম হাসান, বশীর আহমেদ, উপমা দে, মৃনাব, রুবী, সাইফুল প্রমুখ। মেলায় কিশোর কিশোরীদের তৈরী হস্তশিল্পসহ বিভিন্ন খাবার সামগ্রী প্রদর্শন করা হয়। মেলা উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, নাটক, খেলাধুলা অনুষ্টিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

%d bloggers like this: